বরগুনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষক পলাতক
বরগুনা সদর উপজেলায় মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন তার শিক্ষক। আজ রোববার দুপুর ১২টার দিকে মাদ্রাসার কাছে ওই শিক্ষকের বাড়িতে এই ঘটনা ঘটে।
ওই ছাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় এক সমাজকর্মী।
ঘটনার পর থেকে মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক সাইফুল ইসলাম পলাতক। তিনি সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহিম মাওলানার ছেলে।
ওই ছাত্রীকে উদ্ধারকারী সমাজকর্মী আরিফুর রহমান মারুফ মৃধা বলেন, দুপুরে গাইড দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নেন সাইফুল। মাদ্রাসার খুব কাছেই সাইফুলদের বাড়ি। সাইফুলের ডাকে এই ছাত্রী মাদ্রাসায় গেলে সাইফুল তাকে তাদের ঘরের দোতলায় নিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান সাইফুল। পরে স্থানীয়দের কাছে এ ঘটনা শুনে ওই ছাত্রীর বাবা তাঁকে ফোনের মাধ্যমে জানান। পরে তিনি ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটির রক্তক্ষরণ হচ্ছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।