বিএনপি কোনঠাসা হয়ে গেছে : এইচ টি ইমাম
উপজেলা নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘দেশে আরো অনেক দল আছে। বুঝতেই পারছেন বিএনপি কোনঠাসা হয়ে গেছে এবং তাদের বাইরেও হয়তো অন্য দলের প্রতীক নিয়েও আসতে পারে। আমার মনে হয় যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির বৈঠকশেষে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ টি ইমাম। ওই বৈঠকে সংসদ সদস্য শেখ তন্ময়সহ আরো চারজনকে কমিটিতে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে তাহলে সেটি ৫ জানুয়ারির নির্বাচনের অংশ গ্রহণ না করার আত্মহননের মত সিদ্ধান্ত হবে। ’
তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের জন্য নির্বাচন থেমে থাকবে না। বিএনপি দলগতভাবে নির্বাচনে না গেলেও আমরা মনে করি বিএনপির অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে।’
বঙ্গবন্ধু উপাধির ৫০ তম বার্ষিক উপলক্ষ্যে আগামী ২৪ ও ২৫ ফেব্রয়ারি শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শণী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রচার উপ-কমিটি।