ঘরে বসেই দেওয়া যাবে এনআইডি সংশোধনের ফি
নাগরিকদের হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তোলা, সংশোধন, তথ্য পরিবর্তনের জন্য ফি দিতে ব্যাংকে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না। এখন থেকে ইচ্ছে করলেই ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে এ ফি পরিশোধ করা যাবে।
নাগরিকদের ফি সংক্রান্ত ভোগান্তি কমানোর জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ডাচ-বাংলা এবং ট্রাস্ট ব্যাংকের চু্ক্তি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শেরে বাংলানগরে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির মাধ্যমে এখন থেকে নাগরিকরা এনআইডি সংক্রান্ত ফি ডাচ-বাংলা এবং ট্রাস্ট ব্যাংক, ব্যাংক দুটির মোবাইল ব্যাংকিং এজেন্ট কিংবা ইচ্ছে করলে ঘরে বসেই নিজের মোবাইল ফোনের নির্দিষ্ট অপসনে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও তা পরিশোধ করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে নাগরিকদের নির্ধারিত ফি এবং ভ্যাটের সাথে অতিরিক্ত আরো ৬ (ছয়) টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
নাগরিকরা আগের মতো সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সব শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে পারবেন। সোনালী ব্যাংকে ফির সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হয়। সঙ্গে ২৩ টাকা সার্ভিস চার্জও দিতে হয়।
সোনালী ব্যাংকে ফি জমা দিতে হলে মূল্য সংযোজন কর কোড ‘০০০’ এর স্থলে ফি জমাদানকারীকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কুমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হয়।
এ ছাড়া সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে।
গত ১ সেপ্টেম্বর থেকে এই সেবা পেতে নাগরিকদের ফি দিতে হচ্ছে। ইসি এত দিন এ সেবা বিনা মূল্যে দিয়ে আসছিল।
চুক্তিতে নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্পের পরিচালক (অপারেশন) সৈয়দ আবু মুসা, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এস এম আকরাম সাঈদ ও ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কাশেম শিরিন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ছাড়া এ সময় ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. মোখেলছুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থত ছিলেন।