মাদারীপুরে বন্দিদের নতুন কারাগারে স্থানান্তর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/01/photo-1549008416.jpg)
মাদারীপুরে ৫২৯ কারাবন্দিকে পুরোনো জেলা কারাগার থেকে নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার সকালে পুলিশ লাইন্সসংলগ্ন পুরোনো কারাগার থেকে মাদারীপুরের ছয়না গ্রামে নতুন জেলা কারাগারে ওই বন্দিদের স্থানান্তর করা হয়।
জেলা শহরের পুরোনো ওই কারাগারে ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি কারাবন্দিকে রাখা হয়েছিল। এ জন্যই নতুন কারাগার স্থাপন করে কয়েদিদের স্থানান্তর করা হলো।
জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পুলিশ লাইন্সসংলগ্ন কারাগারটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওই কারাগার ১১০ জন কারাবন্দি ধারণক্ষমতা সম্পন্ন ছিল। কিন্তু সেখানে শেষ দিন পর্যন্ত রাখা হয়েছিল ৫২৯ কারাবন্দিকে। এখন ওই কারাবন্দিদের মাদারীপুরের ছয়না গ্রামে নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হলো।
মাদারীপুর জেল সুপার শহিদুল ইসলাম জানিয়েছেন, মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩২ কোটি টাকা ব্যয়ে নতুন এই কারাগারটি নির্মাণ করা হয়।