বস্তা খুলতেই হাত-পা বাঁধা লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/09/photo-1444387680.jpg)
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় আজ শুক্রবার দুপুরে হাত-পা বাঁধা এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে নন্দীর বাজার এলাকার মুকসেদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে শেরপুর-জামালপুর সড়কের পাশে একটি বস্তা পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কৌতুহলবশত বস্তাটি খুললে এর ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় মধ্যবয়স্ক এক ব্যক্তির লাশ দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এনটিভি অনলাইনকে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে কেউ তাঁকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।