‘একাদশ সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রার অনন্য মাইলফলক’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/02/photo-1549082832.jpg)
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আমাদের একাদশ জাতীয় সংসদ সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘একাদশ জাতীয় সংসদ বাংলাদেশের গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রার এক অনন্য মাইলফলক।’
গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে এক নাগরিকসভায় এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার।
ড. শিরীন শারমিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমগ্র বিশ্বে উন্নয়নের বিস্ময় হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশকে রপকল্পের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। সেটা হচ্ছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।’
এই লক্ষ্যে বাংলাদেশ অনেকটা এগিয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘আশা করি আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হবে শেখ হাসিনার নেতৃত্বে।’
এই পরিকল্পনাগুলো অনেকখানিই বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমাদের একাদশ জাতীয় সংসদ এই সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। সরকারের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে, যাতে জনগণ যে আশা, যে প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং একাদশ জাতীয় সংসদের সব সদস্যদের ভোটে জয়যুক্ত করেছে, সেই আস্থা ও মর্যাদা রক্ষা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব। বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত উন্নয়নে অবশ্যই এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যয় নিয়েই আমাদের একাদশ জাতীয় সংসদের পথচলা।’
উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, জ্যেষ্ঠ সহসভাপতি মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ।