বিলুপ্ত ছিটমহলে অবকাঠামো উন্নয়ন, মানুষ চায় কাজ
সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাচ্ছে সদ্য বিলুপ্ত কুড়িগ্রামের বিভিন্ন ছিটমহলের চিত্র। ৬৮ বছর ধরে প্রায় সব ধরনের সুযোগ-সুবিধাবঞ্চিত এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক ও জীবন উন্নয়নে কাজ শুরু করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর জীবনমানকে উন্নত করতে তৈরি হচ্ছে পাকা সড়ক, ব্রিজ-কালভার্ট। সেই সঙ্গে ঘরে ঘরে বিদ্যুৎ, ব্যাংকিং ব্যবস্থা, তথ্যপ্রযুক্তির সেবাসহ নানাবিধ সুবিধা দেওয়া হচ্ছে এ অঞ্চলের মানুষদের।
এসব কর্মকাণ্ডে এ অঞ্চলের মানুষ খুশি হলেও সন্তুষ্ট নয়। তাদের দাবি, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে তরুণদের অর্থনৈতিক মুক্তিতে স্থায়ী কর্মসংস্থানের যথাযথ সুযোগ তৈরি করে এ দেশের মূলধারার সঙ্গে পিছিয়ে পড়া এ অঞ্চলের সংযোগ তৈরি করতে হবে।
বিস্তারিত দেখুন কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবের পাঠানো ভিডিও প্রতিবেদনে :