শরীরে বাঁধা এক মণ সোনা!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ কেজি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে তিন মালয়েশিয়ান নাগরিকের দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
urgentPhoto
আটক ব্যক্তিরা হলেন- হি ওই কং (৩৮), জোহারি বিন হারুন (৪১) ও মো. আজওয়ান বিন সালিহিন (২১)।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে সব ফ্লাইটেই আমরা তল্লাশি চালাই। এর অংশ হিসেবে বেলা ১১টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ-০১০২ ফ্লাইটেও অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন মালয়েশিয়ান নাগরিককে চ্যালেঞ্জ করি আমরা। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।’
শুল্ক বিভাগের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা শুধু স্বর্ণের বারগুলো বহনকারী বলে জানিয়েছেন।
মো. শহীদুজ্জামান জানান, স্বর্ণের এ বারগুলোর আনুমানিক মূল্য ২৭ কোটি টাকা। আটকের এ ঘটনায় মামলা দায়ের করা হবে।