নানা আয়োজনে শহীদ জেহাদ দিবস
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ জেহাদ দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে ১৯৯০ সালের ১০ অক্টোবর নিহত হন নাজিরউদ্দিন জেহাদ। তাঁর ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সকালে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা। এরপর বিএনপির পক্ষ থেকে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে জেহাদ দিবস উপলক্ষে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। তাই জেহাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’
এদিকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এক লিখিত বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিশেষ ওই বাণীতে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
নাজিরউদ্দিন জেহাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন।