আইএস আছে বলে সরকারই দেশের ভাবমূর্তি নষ্ট করেছে
বিদেশি হত্যা বা দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত নয় দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সরকারপক্ষের এ ধরনের অভিযোগ হাস্যকর। দেশে জঙ্গি ও আইএস (ইসলামিক স্টেট) আছে বলে সরকারই দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।
urgentPhoto
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর নিহত নাজিরউদ্দিন জেহাদের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বিদেশি হত্যার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে সরকারের তরফ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তার সমালোচনা করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘লন্ডনে বসে নাকি খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের দেশে যিনি এখন প্রধানমন্ত্রীর পদে আসীন, তাঁকে মারার ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে আইএসএস; এটা বাইরে থেকে দরকার নাই। বিএনপি এবং জামায়াতই হলো আইএসএস-এসব অবিশ্বাস্য সব কথা বলেন, হাস্যকর সব কথা বলেন। কথায় কথায় প্রতিপক্ষকে জঙ্গি বা জঙ্গি সমর্থক বা উসকানিদাতা ইত্যাদি বলে চিহ্নিত করার চেষ্টা, এটা করতে করতে করতে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে একটা প্রশ্নবোধক করে রাখা হয়েছে।’
এর আগে আজ শনিবার সকালে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে প্রথমে বিএনপির পক্ষ থেকে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। পরে জেহাদের পরিবারের সদস্যরাও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।