কুয়াকাটায় নিখোঁজ মেডিকেলছাত্রের খোঁজ মেলেনি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতসংলগ্ন সাগরে গোসল করতে নেমে নিখোঁজ বরিশাল মেডিকেল কলেজের ছাত্র মাহমুদুল হাসান মামুনের কোনো খোঁজ মেলেনি।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে নিখোঁজ মামুনকে উদ্ধারে প্রথমে স্থানীয় জেলেদের সহায়তায় কাজ শুরু করে কুয়াকাটা নৌপুলিশ। পরে উদ্ধার অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশ। এর সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড। তবে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, নিখোঁজ মামুনসহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ৫১ জনের একটি দল গত বৃহস্পতিবার সকালে কুয়াকাটা ভ্রমণে আসে। দুপুরে গোসলে নামলে বিকেল সাড়ে ৩টা থেকে তৃতীয় বর্ষের ছাত্র মামুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মামুনের বাড়ি গাজীপুর জেলায়। এরই মধ্যে মামুনের বাবাসহ পরিবারের সদস্যরা কুয়াকাটায় এসেছেন।
এদিকে সাগরে ৩ নম্বর সতর্কসংকেত রয়েছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে ও সাগর উত্তাল রয়েছে।