ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন আহত
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইরপাড় এশিয়া চক্ষু হাসপাতালের সামনে ম্যানহোলের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন জহুরা বেগম (৩০), তাঁর মেয়ে নাফিজা আক্তার (১২) ও মিরাজ (১২)।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাবু জানান, ধোলাইরপাড় এশিয়া চক্ষু হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় রাস্তার পাশের ম্যানহোলে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের স্লাব ধসে যায়। এতে মা-মেয়েসহ তিনজন ম্যানহোলে পড়ে যান।
শিশু নাফিজা জানায়, তারা ধোলাইরপাড় ২৪৯, সি/১ নম্বর বাসায় থাকে। বিকেলে এলাকাতেই মায়ের এক বান্ধবীর বাসায় যাচ্ছিল। বাসার অদূরেই এই ঘটনা ঘটে।
আর আহত মিরাজের বাড়ি দক্ষিণ যাত্রাবাড়ী। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়ই ঘটনার শিকার হয় সে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। ফায়ার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।