জাপানি নাগরিকের খুনিদের বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন
জাপানি নাগরিক হোশি কুনিওর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপান স্টাডি সেন্টার। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কালামসহ মানববন্ধনে উপস্থিত ছিলেন জাপান স্টাডি সেন্টারের শিক্ষক অধ্যাপক মামুন, অধ্যাপক দিলরুবা শারমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আলী রেজা এবং জাপান স্টাডি সেন্টারের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নিয়ে অধ্যাপক মাকসুদ কালাম বলেন, ‘জাপান এমন একটি রাষ্ট্র যা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। স্বাধীনতাযুদ্ধে জাপান ছিল ডোনার এজেন্সিগুলোর মধ্যে অন্যতম। তারা কখনো বাংলাদেশকে কোনো বিষয়ে চাপ প্রয়োগ করে না। এ রকম একটি দেশের নাগরিককে যখন হত্যা করা হয় তখন সেটি কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড হতে পারে না। আমাদের রাষ্ট্রের যে সুনাম আছে তা আঘাত করা হয়েছে। কে হত্যা করেছে তা জানতে চাই না। শুধু একটাই কথা বলতে চাই, আর তা হলো অপরাধীদের গ্রেপ্তার করা হোক।’
হোশি কুনিও ঘাস নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশে এসেছিলেন জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরো বলেন, যখন বাংলাদেশ উন্নয়নে বিশ্বে পরিচিত হচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড কাম্য নয়। তাঁর হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে বাংলাদেশে আইএস নেই।