‘বাদামের লোভ দেখিয়ে ঘেরে নিয়ে শিশুকে যৌন হয়রানি’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/13/photo-1550039843.jpg)
ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বজলুর রহমান আকন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার শংকরপাশা গ্রামের বাড়ি থেকে বজলুরকে গ্রেপ্তার করা হয়। যৌন হয়রানির শিকার মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
মামলার বরাত দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘গত সোমবার দুপুরে মেয়েটি বাড়ির সামনের রাস্তায় খেলতে বের হয়। এ সময় বজলুর রহমান বাদাম কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন হয়রানি করে বজলুর। পরে মেয়েটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়।’
‘শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি বাবা-মাকে জানায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে বজলুর রহমান আকনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে একটি মামলা করেন।’
ওসি আরো জানান, পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।