সাভারে দুর্বৃত্তদের হামলায় আহত ১০
রাজধানীর উপকণ্ঠ সাভারে দুর্বৃত্তরা এক স্বর্ণ ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় বাধা দিতে গেলে ওই ব্যবসায়ীসহ ১০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের সাধাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কুমার ঘোষ, স্থানীয় বিমল চন্দ্র ঘোষ, তপন ও শাকিল।
সঞ্জিত কুমার ঘোষ এনটিভিকে জানান, কয়েক দিন ধরে সাধাপুর গ্রামে তাঁর ২৬ শতাংশ জমি দখল করার চেষ্টা করে সাভারের ঘোষপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী নিখিল চন্দ্র ঘোষ ও তার বাহিনী। সকালে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ওই জমি দখল করতে যায়। এ সময় দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তারা জমির সীমানাপ্রাচীর ভাঙচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের একাধিক হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।