বরগুনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পলাতক মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
বরগুনায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বুধবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বরগুনায় র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সাইফুল বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা বিষয়ক শিক্ষক।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরগুনা থানায় সোপর্দ করা হবে।
অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জানুয়ারি দুপুরে গাইড দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নেন শিক্ষক সাইফুল। পরে মাদ্রাসার কাছেই নিজ বাড়ির দোতলায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এর ফলে ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান সাইফুল।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ছাত্রীর বাবা স্থানীয় সমাজকর্মী মারুফুর রহমানকে ফোন করে বিষয়টি বিস্তারিত জানান। তখন ওই বাড়িতে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
এদিকে একই দিনে সাইফুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিত ছাত্রীর বাবা। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক ছিলেন সাইফুল। দীর্ঘ এক মাস পর তাঁকে গ্রেপ্তার করল র্যাব।