কসবায় গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লেশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রামের জামিল মিয়ার বাড়িতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাড়ির বাসিন্দারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। এলাকার মসজিদ থেকে মাইকিং করা হলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও দুজন তাদের হাতে ধরা পড়ে। এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে এ দুজনের মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।