বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডরমিটরিতে হামলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ডরমেটরিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে বেরোবির রসায়ন বিভাগের শিক্ষক এইচ এম তারিকুল ইসলামের কক্ষে এই হামলা চালানো হয়।
এইচ এম তারিকুল ইসলাম বলেন, ‘আমি দুপুর বেলা ক্লাস শেষে বাসায় ফিরে এলে দেখতে পাই দরজার তালা ভাঙা। পরে ভিতরে ঢুকে দেখি বিছানা ও আলমারিসহ সব আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে তছনছ হয়ে আছে।’ তিনি আরো বলেন, ‘কোনো জিনিস খোয়া যায়নি কিন্তু কে বা কারা কী উদ্দেশে এই হামলা করেছে বুঝতে পারছি না। প্রক্টরকে বিষয়টি জানিয়েছি।’
এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছেন তারিকুল ইসলাম।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শাহিনুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
বেরোবি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক ওয়ালিস বলেন, ‘ঘটনার পর পরই শিক্ষক ডরমেটরির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’