নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সহায়তা চেয়েছে মিয়ানমার

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা বন্ধ রাখতে চায় মিয়ানমার। আর এ কারণে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সহায়তা চেয়েছে দেশটি।
সোমবার দুপুরে পতাকা বৈঠক শেষে উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত ব্রিজে সাংবাদিকদের এ কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান। মিয়ানমারের ঢেকিবনিয়ায় ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিদল সে দেশের নির্বাচনের সময় সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বলে জানিয়েছেন কর্নেল আনিসুর রহমান।
কর্নেল আনিসুর রহমান বলেন, ‘ওদের দেশে নির্বাচন হবে ৮ নভেম্বর। নির্বাচন নিয়ে ওরা অনেক ব্যস্ত। সীমান্ত এলাকা নিয়ে ওরা শঙ্কিত। আমাদের সঙ্গে কথা হয়েছে, আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য দেওয়া সম্ভব আমরা সব ধরনের নিরাপত্তা দেব। এবং সীমান্তে তাদের যত ধরনের সাহায্য তাদের দরকার আমরা তা দেব। আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। আমরা এও বলেছি, আমরা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতে চাই না। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখে একে অপরের দেশের স্বার্থে কাজ করতে চাই।’
এর আগে দুপুর সোয়া ১টার দিকে দীর্ঘ দুই ঘণ্টার পতাকা বৈঠক শেষে ষষ্ঠ দফায় ১০৩ অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। দীর্ঘ দুই মাসের মতো সাগরে দুর্বিষহ জীবন অতিবাহিত করার পর মিয়ানমার সাগরে সে দেশের নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার হয়েছিল এসব অভিবাসী। উদ্ধার হওয়ার পরও আরো ছয় মাস কেটেছে মিয়ানমারের ক্যাম্পে। দীর্ঘ আট মাস পর দেশের মাটিতে ফিরতে পেরে আনন্দে আত্মহারা অভিবাসীরা। অনেকের কাছে এটি নতুন জীবন ফিরে পাওয়া।