বিরিয়ানি খাওয়ার পর ২ বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি হোটেল থেকে কেনা বিরিয়ানি খেয়ে বিষক্রিয়ায় শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। একই কারণে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে শিশুদের বাবা-মা।
নিহত শিশুরা হলো মাহি আকতার (৭) ও তার বোন মিলি আকতার (৪)। তাঁদের অসুস্থ বাবা মিজানুর হক ও মা ইয়াসমিন আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব মেহেরঘোনা এলাকায়।
চকরিয়া-পেকুয়ায় দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুদ আলম জানান, মঙ্গলবার রাতে পেকুয়া থেকে মাইক্রোবাসের চালক মিজানুর রহমান তাঁর অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে চকরিয়ার জমজম হাসপাতালে যান। রাতে তাঁরা চকরিয়া পৌর এলাকার কেন্ডি অ্যান্ড বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খান। কিছুক্ষণ পরেই দুই শিশু বমি ও পাতলা পায়খানা করতে থাকে। একই সঙ্গে মিজানুর রহমান ও তাঁর স্ত্রী ইয়াসমিন আকতারও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তাৎক্ষণিক জমজম হাসপাতালে ভর্তি করা হলে শিশু মিলি আকতারের মৃত্যু হয়। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরে মাহি আকতারের মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকীব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খাদ্যে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে। শিশুদের বাবা-মা দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ আজ বুধবার দুপুর পর্যন্ত ওই বিরিয়ানির নমুনা সংগ্রহ করেনি এবং কেন্ডি অ্যান্ড বিরিয়ানি হাউসের কাউকে জিজ্ঞাসাবাদ ও আটক করেনি।