ঝালকাঠিতে সাংবাদিক সবুজের ওপর হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/09/photo-1552143029.jpg)
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ঝালকাঠিতে সাংবাদিক কে এম সবুজের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে ধরে নিয়ে তাঁকে মারধর করা হয়।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কে এম সবুজ। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঝালকাঠির সাংবাদিক সমাজ। কে এম সবুজ ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি।
জানা যায়, ঝালকাঠিতে মাদক বিক্রি ও সেবনকারীদের নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক কে এম সবুজ। ওইসব সংবাদের ফলে পুলিশ মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত হয় মাদক বিক্রেতা, সেবনকারী ও স্থানীয় সন্ত্রাসীরা। কয়েক দিনধরে ফোন করে তারা সবুজকে ঝালকাঠি ছাড়া করার হুমকি দেয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী ও মাদকসেবী মায়েজ হোসেন (৪২), তারিকুল ইসলাম অপু (৩০) ও কাজী মারুফ হোসেন ইরানসহ আরো তিন-চারজন জেলা প্রেসক্লাবের সামনে থেকে কে এম সবুজকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে যায়। সেসময় তাঁকে হত্যার হুমকি দেয় তারা। প্রতিবাদ করলে অপু কে এম সবুজের গলা টিপে ধরে। মায়েজ এসে কিল ঘুষি ও থাপ্পড় দেয় এবং ইরান বুকে ও শরীরের বিভিন্নস্থানে ঘুষি ও লাথি মেরে আঘাত করে। কে এম সবুজের চিৎকার শুনে প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুসহ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মাদকসেবী ও সন্ত্রাসীদের হাত থেকে তাঁকে রক্ষা করে।
এনটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি কে এম সবুজের ওপর হামলাকারী মায়েজ হোসেন, তারিকুল ইসলাম অপু ও কাজী মারুফ হোসেন ইরান। ছবি : সংগৃহীত
এ ঘটনায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক কে এম সবুজ বলেন, ‘আমি কালের কণ্ঠে বিভিন্ন মাদকসেবীদের নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, সবুজকে ধরে নিয়ে মারধর করার খবর পেয়ে আমি সদস্যদের নিয়ে সেখানে গেলে সন্ত্রাসীরা তাঁকে ঝালকাঠি ছাড়া করার হুমকি দেয়। তাদের হাত থেকে আমরা সবুজকে রক্ষা করেছি। ঝালকাঠির চিহ্নিত এসব মাদকসেবীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাদের গ্রেপ্তার করা না হলে আমরা এ ব্যাপারে কর্মসূচি গ্রহণ করব।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় থানায় সাংবাদিক কে এম সবুজ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে বলা হয়েছে।