শেরপুরে ‘মা’ সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/14/photo-1444830290.jpg)
তিন শতাধিক ‘মা’য়ের অংশগ্রহণে মানসম্পন্ন শিক্ষা, ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফসিহুর রহমানের সভাপতিত্বে ওই সমাবেশ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর শামসাদ জাহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন নবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী বক্তব্য দেন।
এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান ফটকে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।