খিজির খান হত্যায় ‘জেএমবির সদস্য’সহ গ্রেপ্তার ২
রাজধানীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এদের একজন নিষিদ্ধঘোষিত গোষ্ঠী জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক সদস্য বলে জানিয়েছে ডিবি। আজ বৃহস্পতিবার সকালে বার্তা সংস্থা ইউএনবি সংবাদটি প্রকাশ করে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারেকুল ওরফে মিঠু এবং বুধবার ঢাকার মিরপুর থেকে আলেক বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠুর কাছ থেকে দুটি ক্যামেরা ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সম্ভবত এগুলো চুরি করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের অন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জেএমবির সঙ্গে তারেকুলের গভীর যোগাযোগ ছিল। তিনি এই গোষ্ঠীর কেবল একজন সংগঠকই ছিলেন না, তিনি এর আত্মহত্যা দলের (সুইসাইড স্কোয়াড) একজন সদস্য ছিলেন। এ ছাড়া ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তারেকুল। এ ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। পাঁচ বছর কারাভোগের পর ২০১০ সালে তিনি মুক্তি পান।
গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাসায় খুন হন খিজির খান। ছয়তলা বাসার তৃতীয় তলায় সপরিবারে বাস করতেন তিনি। একই ভবনের দ্বিতীয় তলায় ছিল খানকা শরিফ। একটি বিশেষ তরিকার অনুসারী রহমতিয়া খানকা শরিফটি তিনিই পরিচালনা করতেন। পরিবারের সদস্যরা জানান, ছয় থেকে আটজন মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা এ সময় তাঁদের বেঁধে রাখে।