রাজধানীতে দগ্ধ একজনের হাসপাতালে মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সখিনা (১২) নামের ওই গৃহকর্মীর মৃত্যু হয়।
এর আগে ১১ অক্টোবর আশকোনা এলাকায় গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে আগুনের ঘটনায় দগ্ধ হয় সখিনা। ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানায়।
দুর্ঘটনার দিন গৃহকর্মী সখিনা রান্নাঘরে দিয়াশলাই দিয়ে চুলা জ্বালানোর চেষ্টা করে। এ সময় বিকট শব্দ হয়ে ঘরে আগুন লেগে যায়। সখিনাসহ ওই বাসার আরো চার সদস্য দগ্ধ হয়। দগ্ধ অন্যরা হলেন গৃহকর্ত্রী রেহানা আক্তার (৪০), তাঁর দুই ছেলে রেজওয়ান আহমেদ শুভ (১৮), তানভীর আহমেদ নিলয় (১৪) ও মেয়ে আফসানা আক্তার (১৯)।