মেঘনা-গোমতী দ্বিতীয় সেতুর কাজ নভেম্বরে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণকাজ নভেম্বরে শুরু হবে। জাইকার অর্থায়নে এ কাজ হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর পয়েন্ট পরিদর্শনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত অভিযান চলছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এখনো ৪০ শতাংশ যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-নরসিংদীসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করছে— এমন প্রমাণ আমি নিজেই পেয়েছি।
‘বিআরটিসির বাসও অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বিআরটিসির চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিক, চালক, শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হবে,’ যোগ করেন ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী বিআরটিসির বাসসহ কয়েকটি গাড়িতে উঠে যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত হন এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় সেতুমন্ত্রী আরো জানান, ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতায় ফ্লাইওভারের কাজ শুরু হবে ১ নভেম্বর থেকে।