কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার আহ্বান আল্লামা শফীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/19/photo-1553016670.jpg)
পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। মঙ্গলবার বিকেলে মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
কাদিয়ানিদের উদ্দেশ করে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেন, তারা কাফের কাফের কাফের। মুসলমানদের কবরের পাশে এদের দাফন করবেন না। এ মাসালাটা ভালো করে জানবেন, এরা কাফের। এদের সাথে আত্মীয়তা করা যাবে না।
ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা কারি বোরহান উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খান এমপি, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা আবদুল্লাহ মুহাম্মাদ হাসান প্রমুখ। সভায় হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।