রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/27/photo-1553666068.jpg)
রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক পলাতক আসামি নিহত হয়েছে।
নিহত শফিকুলের (৩০) বিরুদ্ধে হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে। তিনি নরসিংদী জেলার বাসিন্দা।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শমসের উদ্দিনের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের অবস্থান জানার পর মঙ্গলবার রাত ১১টা ৪০মিনিটে ঘটনাস্থলের একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে শফিকুল ও তাঁর দুই সহযোগী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে গুলিবিদ্ধ শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের দুই সহযোগী ফারুক ও প্রদীপকে আটক করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, অসংখ্য বুলেট ও একটি শটগান উদ্ধার করা হয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ এক র্যাব সদস্য আহত হয়েছেন বলেও র্যাব-১১-এর অধিনায়ক।