ভৈরবে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445065156.jpg)
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সাত থেকে আটটি দোকান।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন দানা মিয়া (৬০), আসাদ (২৬), জাহিদুল (২৫) ও মুর্শিদ মিয়া (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকায় আনা হয়েছে।
আহত অন্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী নবীন লীগের শ্রীনগর ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ভবানীপুর গ্রামে একটি সভা আহ্বান করা হয়। ওই সভায় জয়নাল মেম্বার ও হুমায়ুন মিয়ার সমর্থক দুই সাধারণ সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন ও সুলমান গনির সমর্থনে মিছিল হয়। মিছিলের সময় প্রতিপক্ষের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনার জেরে সকালে দুই পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে ভৈরব থানা পুলিশ ও র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে।
ওসি আরো বলেন, পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।