পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ
পুরান ঢাকার সিদ্দিকবাজারে জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্দিকবাজারের মতি সরদার লেনের ম্যাক্সিমাস সু কারখানায় এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ শ্রমিকরা হলেন আলাউদ্দিন (১৯), রবিন (২০) ও সুজন (২০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে। এ ছাড়া রবিনের শরীরে ১৭ শতাংশ ও সুজনের দুই পা দগ্ধ হয়েছে।
এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা জিয়া বলেন, ‘কারখানাটিতে জুতার পেস্টিং লাগানো হয়। রাতে ওই তিন শ্রমিক কারখানার ভেতর ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। কিছুক্ষণের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান। এর পর দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে আমরা কয়েকজন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাই।’