তাভেলা হত্যার আরো তথ্য প্রয়োজন : ডিএমপি
ইতালিয়ান নাগরিক চেসারে তাভেলা হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ রোববার সকালে পবিত্র আশুরা ও শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তবে হত্যার পরিকল্পনাকারীদের প্রাথমিক অবস্থান জানতে পারলেও পূর্ণাঙ্গ তথ্যপ্রমাণ পাওয়ার পরই মূল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ডিএমপি কমিশনার বলেন, ‘বাধা ধরা সময় দিয়ে কোনো তদন্তকাজ শেষ করা যায় না। তবে তাভেলা হত্যা মামলায় নিষ্ঠার সাথে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাবেলা হত্যাকাণ্ডে প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আমরা কাজ করে যাচ্ছি। তবে এটাকে প্রমাণ করার জন্য এখনো তথ্যপ্রমাণ সংগ্রহ বাকি রয়েছে। অপরাধীকে শনাক্ত করতে পেরেছি, তবে সাক্ষ্যপ্রমাণ ও বাকি যে কাজগুলো আছে সেগুলোর কার্যক্রম চলছে। সময়মতো আপনারা তা জানতে পারবেন।’
তবে এই হত্যাকাণ্ড কোনো জঙ্গি সংগঠনের নয় বলে নিশ্চিত করেছেন এ পুলিশ কর্মকর্তা। এ ছাড়া বর্তমানে বাংলাদেশ ভ্রমণ ও অবস্থানে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা একটি রুটিন ওয়ার্ক বলেও জানান তিনি।
এ ছাড়া কমিশনার জানান, পবিত্র আশুরা ও দুর্গোৎসব উপলক্ষে রাজধানীজুড়ে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোকে ঘিরে রয়েছে বাড়তি নিরাপত্তা।