তাভেলার মরদেহ হন্তান্তর, ইতালি নেওয়া হচ্ছে রাতে
ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডের ১৬ দিন পর অবশেষে তাঁর মরদেহ ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে দূতাবাসের দুই কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহটি বুঝে নেন। এ সময় সেখানে তদন্ত কর্মকর্তা এবং ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আজই রাত ৯টায় গুলশানে হোম বাউন্ড কুরিয়ার সার্ভিসের একটি কার্গো বিমানে করে তাভেলার মরদেহ ইতালি পাঠানোর কথা রয়েছে।
এ বিষয়ে ফরেনসিক মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কাজী মো. আবু শামা বলেন, ‘ইতালিয়ান অ্যাম্বাসি থেকে কনস্যুলার এসেছিলেন এবং তাঁর সাথে আরো একজন। ওনারা আবেদন করেছেন এটাকে অ্যাম্বালমিং করার জন্য এবং প্লেনে নেওয়ার জন্য। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে, কাগজপত্র জমা নিয়ে ওনারা চলে গেছেন। আমরা অ্যাম্বালমিং করছি এবং ওনাদের কাগজপত্র আমরা তৈরি করছি। কাগজপত্র তৈরি হওয়ার পর আমরা সার্টিফিকেট দিব এবং লাশ হস্তান্তর হয়ে যাবে।’
গত ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেসারে তাভেলা। তিনি আইসিসিওর একটি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
চেসারে তাভেলা হত্যার ঘটনায় পরদিন মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, এ হত্যার মোটিভের ব্যাপারেও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট কোনো ক্লু নেই।
এদিকে, তাভেলা ও রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার পর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকা ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি ছাড়া কাউকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।