নরসিংদীতে নির্মাণাধীন ভবনে কিশোরের লাশ
নরসিংদীতে একটি নির্মাণাধীন ভবন থেকে শাকিল (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর শহরের বাসাইল এলাকার রিপন মিয়ার নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিল তরোয় এলাকার রিকশাচালক রাহি মিয়ার ছেলে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, আজ ভোরে শ্রমিকরা কাজ করতে এলে ভবনের একপাশে শাকিলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
এসআই মজিবর আরো জানান, প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।