মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলার রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ রায় দেওয়া হয়। একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়ে তা নিহতের পরিবারকে দেওয়ার আদেশ দেন আদালত।
সাজা পাওয়া ব্যক্তিরা হলো—নূর মোহাম্মদ আলী, আহাম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আবদুল কাইয়ুম, আবদুল মালেক, সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী।
মামলায় বলা হয়েছে, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামিরা মুক্তিযোদ্ধা নূর হোসেনকে সালিশ করার নাম করে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা নূর হোসেনকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে এবং তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। আসামিদের আচরণে সন্দেহ হলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ২৬ দিন পর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বুজ্জত আলী নয়জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত বাদীপক্ষের ২৬ জন ও আসামিপক্ষের সাতজনের সাফাই সাক্ষী গ্রহণের পর আজ এ রায় দেন।
বাদীপক্ষ মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে আসামিপক্ষ এ ব্যাপারে আপিল করবে বলে জানিয়েছে।
নিহত নূর হোসেনের স্ত্রী আয়েশা হোসেন বলেন, ‘বিচার সুষ্ঠু হয়েছে। আমি চাই, অতিদ্রুত এ রায় কার্যকর করা হোক।’
একই কথা জানিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম বলেন, ‘আসামিপক্ষ উচ্চ আদালতে গেলেও আমরা আশা করি, আদালত রায় বহাল রাখবেন।’