খালেদা জিয়ার কার্যালয় জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীরা পেট্রলবোমা হামলার শিকার হলে এ ঘটনা ঘটানো হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
এ ছাড়া পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলে বিএনপির নেতাদের বাড়ি বাড়ি হামলার ঘটনা ঘটবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের নিজামপুর কলেজ ছাত্রলীগের এক সমাবেশে ছাত্রলীগের দুই শীর্ষ নেতা এ হুঁশিয়ারি দেন।
সমাবেশে সিদ্দিকী নাজমুল আলম বলেন, সহিংসতা দমনে ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার হিসেবে বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকবে। পেট্রল হাতে কাউকে পেলে প্রথমে গণধোলাই ও পরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
সিদ্দিকী নাজমুল আলম এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ‘নেড়ি কুকুরের মতো’ পেটানোর হুমকি দিয়ে সমালোচিত হয়েছিলেন।
অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলা না চালানোর আহ্বান জানান। তিনি বলেন, এর ব্যতিক্রম হলে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি হামলার ঘটনা ঘটবে। এর দায়ভার তাঁদের নেত্রীকে (খালেদা জিয়া) নিতে হবে।
সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নিজামপুর কলেজ শাখা এ সমাবেশের আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, শাহাদাত হোসেন প্রমুখ।