৩০ এপ্রিলের মধ্যে বিএনপির বন্ধুরা শপথ নেবেন : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘৩০শে এপ্রিলের মধ্যে বিএনপির নির্বাচিত বাকি সংসদ সদস্যরা শপথ নেবেন।’ তিনি বলেন, ‘আমি বলে গেলাম, ৩০ তারিখের মধ্যে দেখবেন বিএনপির বন্ধুরা শপথ নিয়ে পার্লামেন্টে আসবেন, এছাড়া কোনো বিকল্প নেই।’
আজ শুক্রবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ১৪ দল আয়োজিত নিরাপদ সড়ক, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে এক অভিভাবক সমাবেশে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতারা নির্বাচিত হতে পারেননি বলে তাঁরা চান না তাঁদের কেউ শপথ নেন।’
বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘সব কূল হারিয়েছেন আপনারা। এখন একটাই আছে। মাঠ চলে গেছে, কোনো আন্দোলন করতে পারেন নাই, এখন একটাই জায়গা আছে। পার্লামেন্টে গিয়ে কথা বলেন। শপথ নিয়েছেন একজন আরো নেবেন ইনশাল্লাহ। আমি বলে গেলাম, ৩০ তারিখের মধ্যে দেখবেন আরো অনেকেই বিএনপির বন্ধুরা শপথ নিয়ে পার্লামেন্টে আসবেন, এর কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিএনপি নির্বাচন ও রাজপথে ব্যর্থ হয়ে সব কুল হারিয়েছে। এখন তাদের সংসদে এসে কথা বলা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই।’