নারী নির্যাতনকারীরা বিএনপি-জামায়াতের থেকে ভয়ংকর : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোট ছিন্নভিন্ন হয়ে গেছে, তারা এখন আর বাংলাদেশের রাজনীতিতে নেই। আর তাদের রাজনীতিতে না থাকাটাই বাংলাদেশের জন্য আশঙ্কাজনক। বিএনপি এখন ষড়যন্ত্রের পথে হাঁটবে।’
এই বিএনপি-জামায়াতের থেকে নারী নির্যাতনকারীরা আরো ভয়ংকর উল্লেখ করে নাসিম বলেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য থাকলেও নারী নির্যাতনকারীদের জন্য সরকারের সুনাম নষ্ট হচ্ছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।
এ সময় নাসিম নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়ে নাসিম বলেন, ‘এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করুন। বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে। তাই তাদের অপরাধগুলো কমে আসে।’
‘বিএনপি এখন ছিন্নভিন্ন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আর আমরা আল্লাহর রহমতে জনগণের সমর্থনে দীর্ঘদিন ক্ষমতায় আছি।’ যোগ করেন নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি হত্যা, ক্যু এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগকেও হত্যা ও ক্যুর মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। তারা রাজপথের পরাজিত সৈনিক। তারা যেকোনো ষড়যন্ত্র করতে পারে। এজন্য তদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জোটের সহসভাপতি স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, প্রচার সম্পাদক আক্তার হোসেন, জোটনেত্রী অভিনেত্রী তানভিন সুইটি, অভিনেতা মিজানুর মিজান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ, কণ্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার, মাধবী সরকার প্রমুখ।