টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

টাঙ্গাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মইশা গ্রামে এ ঘটনা ঘটে।urgentPhoto
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইশা গ্রামের মনু মিয়া (৩৫)। র্যাব জানিয়েছে, এ ছাড়া এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) দলের সদস্য।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইশা গ্রামে অভিযান পরিচালনা করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ চরমপন্থী ওই এলাকার শাহাদত হোসেনের বাড়িতে জোর করে অবস্থান নিয়ে আত্মগোপন করে। এ খবর পেয়ে র্যাব ওই বাড়িতে অভিযান চালালে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন ও মনু মিয়া নামের দুজন নিহত হন। বন্দুকযুদ্ধের এ ঘটনায় এসআই মনিরুল ইসলামসহ চারজন আহত হন।
আহত এসআই মনিরুল ও চরমপন্থী দলের তিন সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে এসআই মনিরুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার সকালে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
কমান্ডার ফারুকী জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি গুলি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।