নাটোরে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

নাটোর সদর উপজেলার নিবন্ধিত জেলেদের মধ্যে বুধবার পরিচয়পত্র বিতরণ করা হয়। ছবি : এনটিভি
নাটোরে নিবন্ধিত জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক হাজার ৬৯ জন নিবন্ধিত জেলের মধ্যে পরিচয়পত্র প্রদান করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নায়িরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলেদের সুরক্ষা বিশেষ করে সরকারের দেওয়া নানা সুযোগ-সুবিধা যাতে প্রকৃত জেলেরা ভোগ করতে পারে সেজন্য এ পরিচয়পত্র দেওয়া হয় বলে জানান ইউএনও নায়িরুজ্জামান।