Beta

তথ্যপ্রযুক্তি পেশাজীবী মোহাম্মদ আসিফের মায়ের মৃত্যু

০৬ মে ২০১৯, ২৩:২৩

অনলাইন ডেস্ক
মোহাম্মদ আসিফের মা মরহুমা আনোয়ারী বেগম। ছবি : সংগৃহীত

বিশিষ্ট তথ্যপ্রযুক্তি পেশাজীবী, মাইক্রোসফট বাংলাদেশের সাবেক পরিচালক ও ড্যাফোডিল কম্পিউটার্সের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আসিফের মা আনোয়ারী বেগম গত ২৬ এপ্রিল শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনোয়ারী বেগমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্মৃতিভ্রংশ রোগ ডিমেন্সিয়ায় আক্রান্ত ছিলেন।

ছয় সন্তানের জননী আনোয়ারী বেগম অত্যন্ত বিনয়ী, সদালাপী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন মহীয়সী নারী ছিলেন। তিনি অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মোহাম্মদ আসিফ তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রবন্ধের পাশাপাশি গল্প, উপন্যাসও লিখে থাকেন। তিনি তাঁর মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Advertisement