ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শফিকুল ইসলাম (২৪) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত যুবক একজন ‘চিহ্নিত চোরাকারবারি’। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানাতে পারেনি তারা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গুড়দহ-ডাকাতিয়া সড়কের পাশে একটি বাঁশবাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আজ ভোর ৬টার দিকে গুড়দহ-ডাকাতিয়া রাস্তার পাশের একটি বাঁশবাগানে শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, ‘নিহত ব্যক্তি একজন গরু চোরাকারবারি।’ কেন তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। তাঁর লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ জানান, সকালে বাঁশবাগানে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে শফিকুলের স্বজনরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
তবে শফিকুল বাংলাদেশ-ভারত সীমান্তপথে গরু পাচারচক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান চেয়ারম্যান আমানুল্লাহ।