সুন্দরবনে চার ‘জলদস্যু’ আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424969163.jpg)
সুন্দরবনের চার ‘জলদস্যুকে’ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এর মধ্যে কথিত জিয়া বাহিনীর প্রধানও রয়েছে বলে র্যাব দাবি করেছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৪ ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব-৬-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন সাংবাদিকদের বলেন, ‘জিয়া বাহিনীর এই সদস্যদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি নিয়ে সুন্দরবনের গহিনে কাটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে নয়টি পাইপগান, তিনটি এলজি, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তারা দস্যুবৃত্তির গুরুত্বপূর্ণ তথ্য দেয়।’
আটকরা হচ্ছে ‘বাহিনীপ্রধান’ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জিয়াউর রহমান (২৯), একই গ্রামের মাসুম সরদার (২২), আশাশুনির শ্রীউলার আলাল গাজী (৪৫) এবং শিমুল হোসেন (২০)। তারা জেলেদের জিম্মি রেখে মুক্তিপণ আদায় করতো বলে র্যাব জানায়।
সংবাদ সম্মেলনে র্যাব ৬-এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক বলেন, বাহিনীর অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত আছে।