লক্ষ্মীপুর জজকোর্টের গাড়িচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
তিনি লক্ষ্মীপুর জেলা জজকোর্টের গাড়ি চালক। তাঁর নাম নূর হোসেন। লোকজন চেনে জজ শাহাজাহান নামে। সেই জজ শাহাজাহানের বিরুদ্ধে আজ রোববার সংবাদ সম্মেলন করেছেন সেতারা বেগম নামের এক নারী।
শহরের বাগবাড়ি এলাকায় একটি পত্রিকার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেতারা বেগম বলেন, ‘বছরখানেক আগে আমার ছেলে সেলিম পাটওয়ারীর এনসিসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার একখানা চেক চুরি হয়। কিছুদিন পর নূর হোসেন ওরফে জজ শাহজাহান ওই চুরি করা চেকে ১২ লাখ ৫০ হাজার টাকা বসিয়ে আদালতে একটি মিথ্যা মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলায় সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩ অক্টোবর কারাবন্দি অবস্থায় সেলিম মারা যান। ছেলের মৃত্যুর পর নূর হোসেন আরো হুমকি দিচ্ছেন। এখন আমরা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।’
একইভাবে স্কুল শিক্ষকসহ নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে নূর হোসেন হয়রারি করে আসছেন বলে অভিযোগ করেন সেতারা।
সেতারা আরো দাবি করেন, জজ শাহজাহান পরিচয়ে নূর হোসেন সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে থাকেন। এ ছাড়া জজকোর্টে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে উল্টো প্রতারণার মামলা দেওয়া হয়।
সেতারা জানান, এসব ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রতারণার অভিযোগে দীর্ঘদিন শাহজাহান জেল খেটেছেন।
সংবাদ সম্মেলনে সেতারার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।