খেলতে খেলতে ঘেরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সমান বয়সের দুটি টগবগে শিশু। আপন মনে খেলছিল বাড়ির উঠানে। পাশেই মাছের ঘের। ওই ঘেরের পানিতে ডোবার প্রায় দুই ঘণ্টা পর ঘেরের নোনতা পানিতে ভেসে উঠল ঐশী ও মিমের নিথর দেহ।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের এলাকায়। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিকাশ সরকার জানান, নিহত ঐশী (৬) আনারুল ইসলামের মেয়ে এবং মিমের (৬) বাবার নাম সাগর হোসেন। বাড়ির উঠানে খেলতে খেলতে কখন যে তারা ঘেরের পানিতে পড়ে গেছে, তা কেউ বুঝতে পারেনি। এ সময় তাদের বাবা-মা ও স্বজনরা যে যার কাজে ছিলেন।
ইউপি সদস্য জানান, দুপুর ১টার দিকে খোঁজ পড়ে ওদের। এর পরই দেখা যায়, নাজিরের ঘেরে ভাসছে ঐশী ও মিম।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা দুই শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।