গোয়ালন্দে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরশাদ বেপারী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আরশাদ বেপারীর বাড়ি উপজেলার উত্তর দৌলতদিয়ার ইমান খাঁর পাড়ায়। তাঁর বাবার নাম সাহাজুদ্দিন বেপারী।
পুলিশের দাবি, আরশাদ তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, হত্যাচেষ্টা, পুলিশের ওপর বোমা হামলা ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে।
পুলিশ আরো জানায়, বন্দুকযুদ্ধের সময় ছোটাছুটি করতে গিয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল, উপপরিদর্শক (এসআই) রফিকউদ্দিন ও কনস্টেবল আনিছউদ্দিন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দুকযুদ্ধের বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোরবার রাতে গোয়ালন্দ থেকে আরশাদ বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পদ্মাপাড়ের মঞ্জু মিয়ার পরিত্যক্ত ইটভাটা থেকে দুটি গুলিসহ একটি বিদেশি বন্দুক উদ্ধার করতে যায় পুলিশ। ওই সময় আরশাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্ট গুলি ছোড়ে।
ওসি আরো বলেন, আরশাদ গুলিবিদ্ধ হলে তাঁকে প্রথমে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।