নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তার কাছে চাঁদা দাবি, গুলির হুমকি!
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের কাছে ফোন করে চাঁদা চেয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেলে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে কর্মকর্তাদের। কেবল গুলি না, হাত-পা কেটে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে তাঁকে ফোন করে শীর্ষ সন্ত্রাসী সাহাদাত বাহিনীর সদস্য পেটকাটা বাবু নাম পরিচয় দেয়। সে বলে আমাদের অনেক কর্মী দেশে, কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় আছে। তাঁদের চিকিৎসার জন্য টাকা দরকার। এ সময় টাকা না দিলে গুলি করারও হুমকি দেওয়া হয়।
এস এস আসাদুজ্জামান বলেন, ‘আজ এই হুমকি শুধু আমাকে একাই দেওয়া হয়নি। কমিশনের আরো ৮-১০ জনকে দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন আমাদের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, উপসচিব আব্দুল অদুদ, সিনিয়র সহকারী সচিব শাবেদুর রহমান, সহকারী সচিব রাজীব আহসানসহ আরো অনেকে।’ তিনি আরো জানান, একই নম্বর ০১৯৯১৭৬০৭১৭ থেকে সবাইকে ফোন করা হয়েছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও জানান আসাদুজ্জামান।