নরসিংদীতে ইটভাটা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/10/photo-1560186303.jpg)
নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি ইটভাটায় শ্রমিকদের ঘর থেকে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দশদোনা বি জি এল ব্রিক ফিল্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শাহিন মিয়া (৩০) হাতিরদিয়া রসুলপুর গ্রামের মিরন মগার ছেলে।
পুলিশ জানিয়েছে, সকালে মনোহরদীর দশদোনা গ্রামে বি জি এল ব্রিক ফিল্ডের শ্রমিকদের ঘরে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা করার ফলে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। কারণ লাশ উদ্ধার করার সময় তাঁর কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় দ্রব্য কয়েক বোতল সিরাপ উদ্ধার করা হয়।