কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে আবুল হাশেম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
আজ রোববার ভোরে উপজেলার ভারত সীমান্তের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি-১০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
এ সময় আবুল হাশেম নামের এক মাদক ব্যবসায়ী আহত হন। এ সময় তাঁর কাছ থেকে ১৮ হাজার ৩৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে হাশেমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।