রাজৈর পৌর কাউন্সিলরের নিখোঁজ ছেলে ঢাকা থেকে উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/27/photo-1445966918.jpg)
মাদারীপুরের রাজৈর পৌরসভার মহিলা কাউন্সিলর সেলিনা জাহাঙ্গীরের ছেলে রাসেল বেপারী অনিককে (১০) মঙ্গলবার ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাসেল নিখোঁজের পর রাজৈর থানা পুলিশ তাকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠে। রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আসাবুর রহমান বিভিন্ন সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনেককে গ্রেপ্তার করে। রাজৈর থানা পুলিশের তৎপরতার কারণে রাসেলকে মঙ্গলবার ঢাকার উত্তরায় ফেলে যায় একটি চক্র। পথচারী এক ব্যক্তি রাসেলকে দেখে চিনতে পারে এবং ওর মা-বাবাকে খবর দেয়। পরে কাউন্সিলর সেলিনা জাহাঙ্গীর উপপরিদর্শক (এসআই) কামালের সহযোগিতায় তাঁর ছেলেকে ঢাকা থেকে নিয়ে আসে।
এ ব্যাপারে রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আসাবুর রহমান জানান, ছেলেটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।