রাজৈরে ইয়াবাসহ একজন আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/28/photo-1445973631.jpg)
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আটক বিল্লাল ঢালী। ছবি : এনটিভি
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবাসহ বিল্লাল ঢালী (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পূর্বসরমঙ্গল গ্রামে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দরের মিল্কভিটা রোডে বিসমিল্লাহ ডেকোরেটরের সামনে ইয়াবা কেনাবেচা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ১০০ ইয়াবাসহ বিল্লাল ঢালীকে আটক করা হয়।