মংলায় কয়লাবোঝাই জাহাজডুবি
বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলে এমভি জিয়া রাজ নামে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন ও মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ওই দুজন জানান, পশুর চ্যানেলের জয়মণি এলাকা অতিক্রমের সময় প্রচণ্ড স্রোতের চাপে ডুবোচরে আটকে পড়ে তলা ফেটে যায় জাহাজটির। এতে এটি ডুবে যায়। তবে এতে থাকা ১২ নাবিক সাঁতরে কূলে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডোবায় বন্দর চ্যানেলও ঝুঁকিমুক্ত আছে।
শেখ লুৎফুর ও বেলায়েত আরো জানান, রাতে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৩ নম্বরে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি গ্লোবস্টোন থেকে প্রায় ৬০০ টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয় এমভি জিয়া রাজ। ডুবে যাওয়া জাহাজটির পেছনের অংশ কিছুটা দেখা যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা যশোরের নওয়াপাড়ার শেখ ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজটি ডুবে যাওয়ায় প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে ও দুর্ঘটনাকবলিত স্থান চিহ্নিত করতে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম শুরু করেনি বন্দর কর্তৃপক্ষ।